• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবশেষে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ব্লিঙ্কেনের


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০২৩, ০৪:৩৪ পিএম
অবশেষে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ব্লিঙ্কেনের

ঢাকা : অবশেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের মধ্যে বহুল প্রত্যাশিত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি নিউজ।

যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করতে এ বৈঠক অনেক গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

বিবিসি জানায়, মার্কিন-চীন আলোচনায় অগ্রগতির প্রশংসা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘এটি খুব ভাল যে উভয় পক্ষ অগ্রগতি করেছে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।‘

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে চীন-মার্কিন সম্পর্ক বাড়াতে আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। শি বলেন, আমি আশা করি যে ব্লিঙ্কেন চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল করতে "আরো ইতিবাচক অবদান" রাখবেন।“

বিবিসি জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে দেখা করে যে বার্তা দিয়েছেন তা হলো তার সরকার চীন-মার্কিন সম্পর্কের অবনতি থামানোর চেষ্টা করছে।

চীনে ব্লিঙ্কেনের সফরে ঘোষিত চুক্তিগুলি হল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-এর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা এবং দুই দেশের মধ্যে আরও ফ্লাইট বৃদ্ধি করা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধি করা।

রোববার দুদিনের সফরে বেইজিংয়ে পা রাখেন অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক চীন সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!