• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঐতিহাসিক দিনে যার বিয়ে পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা


আন্তর্জাতিক ডেস্ক জুন ২১, ২০২৩, ১২:১৯ পিএম
ঐতিহাসিক দিনে যার বিয়ে পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা

ঢাকা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মঙ্গলবার এক ‘শহীদে’র বোনের বিয়ে পড়িয়েছেন। হজরত আলী (রা.) ও হজরত ফাতিমা (রা.) এর ঐতিহাসিক বিয়ের দিনে তিনি শহীদ পরিবারের ওই সদস্যের বিয়ে পড়ান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নব দম্পতির জন্য দোয়া করে এ সময় তিনি বলেন, দোয়া করছি তাদের দাম্পত্য জীবন যাতে আনন্দময় হয়।

সর্বোচ্চ নেতা আরও বলেন, দোয়া করি, তারা যাতে পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে এবং সততার সঙ্গে সুখ-স্বাচ্ছদ্যে জীবন অতিবাহিত করতে পারে।

খবরে বলা হয়েছে, ‘শহীদ’ পরিবারের পক্ষ থেকে বিয়ে পড়ানোর অনুরোধ করার পর সর্বোচ্চ নেতা তাতে রাজি হন এবং ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে তাদের বিয়ের আয়োজন করা হয়।

ইরনা জানিয়েছে, সর্বোচ্চ নেতার দোয়ার মাধ্যমে এই বন্ধনের সূচনা হওয়ায় নবদম্পতি সন্তোষ প্রকাশ করেন এবং সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!