Menu
ঢাকা : চীনা সরকারের কঠোর ব্যবস্থা নেয়ার পর থেকে একটু একটু করে ব্যবসায়িক সাম্রাজ্য থেকে মনোযোগ সরিয়ে অন্যান্য দিকে ঝুঁকছেন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা চীনা ব্যবসায়ী জ্যাক মা।
এরই ধারাবাহিকতায় এবার শিক্ষকতা জীবনের শুরু করলেন তিনি। গেলো সপ্তাহে টোকিও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে তার প্রথম সেমিনারে অংশ নেন।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসে এ খবর।
শুক্রবার টোকিও বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, ১২ জুন সন্ধ্যায় দুই ঘন্টার সেমিনারে ছাত্রদের ব্যবস্থাপনা দর্শন এবং কীভাবে তারা সাফল্য অর্জন করতে পারে সে সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন জ্যাক মা।
বিবৃতিতে আরও বলা হয়, সেমিনারে উপস্থিত জাপান, চীন, ভারত, মালয়েশিয়া এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের জ্যাক মা তার সমৃদ্ধ অভিজ্ঞতা, উদ্যোক্তা এবং উদ্ভাবনের বিষয়ে জ্ঞান দেন।
এ ছাড়া ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, জ্যাক মা হাসিমুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এ সময় তিনি নতুন উদ্ভাবন, নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ২ ঘণ্টার সেমিনার পরিচালনা করেন।
মূলত ২০২০ সালের শেষের দিকে সাংহাইতে একটি বক্তৃতায় চীনা নিয়ন্ত্রকদের সমালোচনা করার পর থেকে জনসাধারণের সামনে খুব কম বের হতেন জ্যাক মা।
সোনালীনিউজ/এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT