• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন টাইটান, ৫ আরোহীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৩, ২০২৩, ০৯:২১ এএম
ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন টাইটান, ৫ আরোহীর মৃত্যু

ঢাকা: ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের উদ্দেশে পাঁচজনকে নিয়ে সমুদ্রের তলদেশে যাওয়া সাবমার্সিবল টাইটান।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এ তথ্য জানায়, যার মধ্য দিয়ে নৌযানটি উদ্ধারে পাঁচ দিনব্যাপী বহুজাতিক তৎপরতার অবসান হলো।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মগারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে কানাডার একটি জাহাজ থেকে মোতায়েন করা রোবোটিক ডুবোযান টাইটানিকের ওপরের অংশের ১ হাজার ৬০০ ‍ফুট নিচে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পায়। জায়গাটি উত্তর আটলান্টিকের প্রত্যন্ত কোনায় পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশনস পরিচালিত টাইটান পাঁচ আরোহী নিয়ে রোববার টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশে রওনা হয়। যাত্রার পৌনে ২ ঘণ্টা পর সকালে সমুদ্রপৃষ্ঠের ওপরের সহায়তা জাহাজের সঙ্গে সংযোগ হারায় নৌযানটি।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, ২২ ফুট বা ৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্যের টাইটানের পাঁচটি বড় অংশ শনাক্ত করা হয়েছে।

আরোহীদের কাউকে শনাক্ত করা হয়েছে কি না, এ বিষয়ে কিছু জানানো হয়নি কোস্ট গার্ডের পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সংবাদ সম্মেলনের আগে ওশানগেটের বিবৃতিতে বলা হয়, কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং টাইটানের চালক স্টকটন রাশসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নৌযানটির অপর চার আরোহী ছিলেন ব্রিটিশ ধনকুবের ও অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং বিখ্যাত টাইটানিক বিশেষজ্ঞ পল-হেনরি নারজোলেট। তাদের মধ্যে নারজোলেট বেশ কয়েকবার টাইটানিকের ধ্বংসাবশেষ থাকা এলাকায় গিয়েছিলেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!