• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপে দেখতে চান নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০২৩, ০৩:৪৫ পিএম
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপে দেখতে চান নরেন্দ্র মোদি

ঢাকা : ভারতে অনুষ্ঠিতব্য আগামী ক্রিকেট বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে দেখার প্রত্যাশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে স্থানীয় সময় শনিবার বৈঠক শেষে নৈশভোজে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বেসবলের প্রতি ভালোবাসা আছে আমেরিকার। তবু এই দেশে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। আমেরিকার ক্রিকেট দল ভারতের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করুক এটিই আমার চাওয়া। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।

নৈশভোজে ৪০০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।  
 
সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!