ঢাকা : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ সৈন্য হত্যার অভিযোগে বিদ্রোহ ঘোষণা করেছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার। এমনকি পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে মস্কো বরাবর যাত্রার কথা জানায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
ইতিমধ্যে রাশিয়ার দক্ষিণে রোস্তভ-অন-ডন শহর এবং শহরের একটি বিমানঘাঁটি ও সামরিক ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার।
এমন অবস্থায় রাশিয়া থেকে ব্রিটিশ ভ্রমণকারীদের সতর্ক থাকা এবং ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার দক্ষিণে রোস্তভ শহরে সামরিক উত্তেজনা এবং দেশজুড়ে আরও অস্থিরতার ঝুঁকির খবর পাওয়া গেছে। এমন অবস্থায় ব্রিটেনের সরকার রাশিয়ায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :