• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন: বেসামরিক লোক নিহত নিয়ে যা বলল জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৯, ২০২৩, ০১:২৩ পিএম
ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন: বেসামরিক লোক নিহত নিয়ে যা বলল জাতিসংঘ

ঢাকা : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে বেসামরিক নাগরিক নিহতের তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এর আগে জাতিসংঘের প্রতিনিধিরা বলেছিলেন যে, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে এইচআরএমএমইউয়ের ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক পার করছি। ক্রমান্বয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

চলতি বছর দৈনিক হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম হলেও সংখ্যাটি মে ও জুন মাসে আবার বাড়তে শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্ব সংস্থাটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!