ঢাকা : ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য চীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ তথ্য জানান।
ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী, নিজের বেসামরিক পরমাণু তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আরোপ করতে রাজি হয়েছিল তেহরান। এর বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়।
ওই সমঝোতা ২০১৫ সালেই বাস্তবায়িত হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালের এপ্রিল মাসে এটি থেকে বেরিয়ে গেলে সমঝোতাটি মুখ থুবড়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, অনতিবিলম্বে ইরানের পরমাণু সমঝোতাকে যেন আবার কার্যকর করা যায় সেজন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেইজিং ইরানের পরমাণু তৎপরতা সংক্রান্ত সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করছে বলেও জানান ওয়াং ওয়েনবিন।
তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এটিকে আবার কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেসব পদক্ষেপ নিলে উত্তেজনা ও দূরত্ব বাড়ে কিংবা কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় সেসব পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকতে হবে বলেও উল্লেখ করেন চীনা কূটনীতিক।
সোনালীনিউজ/এমটিআই