Menu
ঢাকা : যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) ভোরে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চল ব্যাপকভাবে কেঁপে ওঠে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা–বিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।
মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চ মাসে। শক্তিশালী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.২। উত্তর আমেরিকায় রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিলো সেটি।
শক্তিশালী সেই ভূমিকম্প এবং এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে সে সময় ২৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
সোনালীনিউজ/এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT