ঢাকা : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র একদল লোকের হামলায় সাত সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় রক্ষক গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় ২৪ জুলাই বিকেলে রাজ্যের দুর্গম ড্যান গুলবি জেলায় এ হামলার ঘটনা ঘটে।
লাওয়ালি জোনাই নামের এক বাসিন্দা বলেন, এই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলা থেকে লোকদের বাঁচাতে আসার পথে সেনা সদস্যের ওপর হামলা চালানো হয়েছে।
গত তিন বছরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষকে অপহরণ, শত শত লোককে হত্যা এবং কিছু এলাকায় যাতায়াত অনিরাপদ করে তুলেছে ভারী-সশস্ত্র গোষ্ঠী।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৪ বছর ধরে চলছে ইসলামি বিদ্রোহ। মধ্যাঞ্চলে চলছে সহিংস কৃষক-পশুপালক ও সাম্প্রদায়িক সংঘর্ষ। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলা থেমে নেই। এসবের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। সূত্র : রয়টার্স
সোনালীনিউজ/এমটিআই