• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জান্তা সরকারের পাঁচ মামলায় দায়মুক্তি পেলো সুচি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৩, ০২:৪৮ পিএম
জান্তা সরকারের পাঁচ মামলায় দায়মুক্তি পেলো সুচি

ঢাকা : পাঁচটি মামলা থেকে মুক্তি পেয়েছেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের কারাদণ্ডিত নেতা অং সান সুচি। দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সুকিকে এসব মামলা থেকে দায়মুক্তির নির্দেশ দেন।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (১ আগস্ট) জানিয়েছে, গৌতম বৌদ্ধের ধর্ম প্রচারে লক্ষ্যে প্রতিবছর পালিত এক ধর্মীয় উৎসবের কারণে দেশের প্রায় ৭ হাজার কারাবন্দীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেই দায়মুক্তির অংশ হিসেবে সুচিকেও পাঁচটি মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান দাও অং সান সুচিকে মাফ করে দিয়েছেন, যাকে বিভিন্ন মামলায় সংশ্লিষ্ট আদালত দণ্ডাদেশ দিয়েছিল।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে সংঘটিত অভ্যুত্থানের পর থেকেই বন্দী জীবনযাপন করছেন অং সান সুচি। তাঁকে দুর্নীতি, অবৈধ ওয়াকি টকি রাখা এবং করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৫টি মামলায় দণ্ড মাফ করা হলেও এখনো সুচির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। সূত্র : এএফপি

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!