• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুতিনের আর ১০ বছর বেঁচে থাকা নিয়ে সন্দিহান জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১, ২০২৩, ০২:৫০ পিএম
পুতিনের আর ১০ বছর বেঁচে থাকা নিয়ে সন্দিহান জেলেনস্কি

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরও বাঁচবেন না। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জেলেনস্কি।

এই সাক্ষাৎকারের একটি অংশ সোমবার (৩১ জুলাই) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারটিতে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, তার কাছে কী মনে হয় ইউক্রেনের যুদ্ধ সিরিয়ার যুদ্ধের মতো? এবং ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতোই হবে?

এর জবাবে জেলেনস্কি বলেন, ‘না এটি সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।’

তিনি আরও বলেছেন, ‘রাশিয়ান প্রেসিডেন্ট আর ১০ বছরও বাঁচবেন না। তিনি আর কোনোভাবেই আগের মতো নেই।’

এছাড়া জেলেনস্কি দাবি করেছেন, রুশ সেনাদের বর্তমান কার্যক্রম ‘প্রমাণ করে ইউক্রেনে দখলদারিত্ব বজায় রাখা এবং ইউক্রেনকে পরিপূর্ণভাবে ধ্বংস করার সক্ষমতা এখন রাশিয়ার নেই। সূত্র : সিএনএন

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!