• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কে এই আনোয়ারুল হক


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১২, ২০২৩, ০৬:০৫ পিএম
কে এই আনোয়ারুল হক

ঢাকা : রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান হলেন আনোয়ারুল হক কাকর।

শনিবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় (পিএমও) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, আনোয়ারুল হক কাকর বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর। তিনি ২০১৮ সালে সিনেটর নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন হিসেবে কাজ করেন। এছাড়াও যুক্ত রয়েছেন ব্যবসা উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সদস্য হিসেবে।

২০১৮ সালে বেলুচিস্তান আওয়ামী পার্টি গঠিত সিনেটে সংসদীয় নেতার ভূমিকা গ্রহণ করেছিলেন আনোয়ারুল হক কাকর। তিনি বেলুচিস্তানের সক্রিয় রাজনীতিবিদদের একজন। উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্রের দায়িত্বও পালন করেছেন।

আনোয়ারুল হক কাকর বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর বলেছেন, আনোয়ারুল হক কাকর রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাকে বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয়। তিনি পশতুন এবং বেলুচ উভয়ের প্রতিনিধিত্ব করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!