• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কানাডায় ভয়াবহ দাবানল, ঘর-বাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৯, ২০২৩, ০৯:৪০ এএম
কানাডায় ভয়াবহ দাবানল, ঘর-বাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ

ঢাকা: ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে জ্বলছে ১,০৫০ টি দাবানল। আগুন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়া থেকে কুইবেক পর্যন্ত।

এরই মধ্যে কানাডাজুড়ে পুড়ে ছাই হয়েছে গ্রিসের চেয়েও বড় আয়তনের এলাকা। প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।

শুক্রবার কানাডার উত্তরাঞ্চলীয় ইয়েলোনাইফ নগরী ছেড়ে যেতে শুরু করেছে ২০ হাজার মানুষ। ওদিকে, ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল থেকে বাঁচতে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

১ লাখ ৫০ হাজার মানুষের কেলোনা নগরীতে দাবানলের ভয়াবহতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনে এ গরীর পশ্চিমাঞ্চলে কিছু অবকাঠামো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইয়োলোনাইফ নগরীর অবস্থাও বেশ খারাপ। শনিবারেও শহরের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কয়েক দিন আগে থেকেই নগরীর অনেকে এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

নগরী খালি করার নির্দেশ কর্তৃপক্ষ দিয়েছিল বুধবারেই। কারণ, নগরীতে আগুন ছড়িয়ে পড়ার আগেই সেখান থেকে বেরোনো এবং ঢোকার মূল সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে শঙ্কা ছিল।

নগরীটির অন্যান্য অংশ থেকে প্রায় ৭ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং কানাডার পশ্চিমাঞ্চলে আগুন নেভাতে লড়াই করছে দমকলকর্মীরা।

গ্রীষ্মের এই সময়ে আগামী দিনগুলোতে দাবানল পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের কেলোনা নগরীর কর্মকর্তারা। কেলোনায় দূর্যোগের জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী হারজিৎ সাজজান বলেন, “বাতাসটা খুবই উদ্বেগজনক। আমরা জানিনা পরিস্থিতি কোনদিকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় ঘন ঘন দাবানল হচ্ছে। বিপদ কীভাবে সামাল দেওয়া যায় সরকার সে পথ খোঁজার চেষ্টা করছে।

এআর

Wordbridge School
Link copied!