• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সূর্যের উদ্দেশ্যে সফল উৎক্ষেপণ ভারতীয় আদিত্য-এল ১ এর


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৩, ০১:৩৩ পিএম
সূর্যের উদ্দেশ্যে সফল উৎক্ষেপণ ভারতীয় আদিত্য-এল ১ এর

ঢাকা : চন্দ্রজয়ের পর এবার মিশন সূর্য। চাঁদের বুকে সফল অবতরণের পর এবার সূর্যের কক্ষপথে নতুন নভোযান আদিত্য-এল ১ এর সফল উৎক্ষেপণ করলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই নভোযান।

ভারতীয় গণমাধ্যমগুলোতে এই উৎক্ষেপণ সরাসরি দেখানো হয়েছে।

ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো জানিয়েছে, এই পথ পাড়ি দিতে আদিত্য-এল ১ সময় নেবে চার মাস।

আদিত্য-এল ১ মহাকাশযানটি সূর্যের কক্ষপথের দূরবর্তী পর্যবেক্ষণ এবং সূর্য-আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে সৌর বায়ু পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে।

পৃথিবী থেকে রওনা হয়ে ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করার পর যেখানে গিয়ে থামবে আদিত্য, সেই এলাকাটিকেই সূর্যের লেগ্রেঞ্জ পয়েন্ট বলে উল্লেখ করেছে ইসরো। যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে।

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির সংজ্ঞানুযায়ী, লেগ্রেঞ্জ পয়েন্ট হলো মহাবিশ্বের এমন একটি এলাকা, যেখানে দুই বৃহৎ বস্তু, যেমন: সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে। আদিত্য-এল ১ যদি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে—সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্য-এল ১।

অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো এমনটাই দাবি সংস্থাটির। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে এ অভিযান সহায়ক হবে।

এর আগে ২০২০ সালেও সূর্যে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েও করোনা মহামারির কারণে তা স্থগিত করে ইসরো।

এমটিআই

Wordbridge School
Link copied!