• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পালটা হামলার বিষয়ে এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিল ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৩, ০১:৩৮ পিএম
পালটা হামলার বিষয়ে এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিল ইউক্রেন

ঢাকা : পালটা হামলার বিষয়ে রাশিয়াকে নতুন করে আবারও হুমকি দিল ইউক্রেন। রাশিয়ার মাটিতে ড্রোন হামলা বাড়বে এবং যুদ্ধ ধীরে ধীরে রাশিয়ার দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের উপদেষ্টা এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

রাশিয়ার সঙ্গে তিনি আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, যে কোনো আলোচনা হলে তা হবে ইউক্রেনের পক্ষ থেকে ‘আত্মসমর্পণ’।

পোদোলিয়াক বলেন, রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে অজ্ঞাত ড্রোনের হামলার সংখ্যা বাড়ছে এবং এই হামলার সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, এটা যুদ্ধের এমন একটা পর্যায় যখন শত্রুতা ধীরে ধীরে রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে স্থানান্তরিত হচ্ছে।

 কিয়েভের পশ্চিমা মিত্ররা রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে। যদিও তারা বলছে, কিয়েভের নিজস্ব অস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!