• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

টুইন টাওয়ার হামলার ২২ বছর


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২৩, ০১:৩৫ পিএম
টুইন টাওয়ার হামলার ২২ বছর

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার ২২ বছর আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই হামলায় প্রাণ হারান ২ হাজার ৯৭৭ জন। নানা কর্মসূচিতে দিনটি স্মরণ করছে সারাবিশ্ব।

‘নাইন ইলেভেন’  নামে পরিচিতি পাওয়া ওই হামলার ঘটনার ভয়াবহতায় শুধু আমেরিকানরাই নয়,  এতে চমকে গিয়েছিলো গোটা বিশ্ব।

পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে চারটি বিমান একইসাথে ছিনতাই করে আফগানিস্তানের উগ্র মতাদর্শের সংগঠন আল-কায়দা। তারপর বিমানগুলি নিউইয়র্ক এবং ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানে।

এই হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। আহত হন কয়েক হাজার মানুষ। এই হামলার ঘটনায় বিশ্বের রাজনীতি ও সামরিক নিরাপত্তার ধারণা পাল্টে যায়, আতঙ্কে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আমেরিকা ও মিত্র দেশ আল-কায়দার নেতা ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করে। সে সময়ের লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে বললে অস্বীকার করে আফগানিস্তানের তালেবান সরকার। পরে তৎকালীন মার্কিন প্রশাসন আফগানিস্তানে সামরিক অভিযানের ঘোষণা দেয়।

এমটিআই

 

Wordbridge School
Link copied!