• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখলেন মমতা ব্যানার্জি


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০২:০১ পিএম
সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখলেন মমতা ব্যানার্জি

ঢাকা : পশ্চিমবঙ্গে শিল্প ফেরাতে বর্তমানে স্পেন সফর করছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড ঘুরে দেখেছেন।

শনিবার  (১৬ সেপ্টেম্বর) রিয়ালের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে যান মমতা।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

স্পেন সফরে মমতা ব্যানার্জিকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে। কখনও রাস্তায় শাড়ি পরে জগিং করছেন, আবার কখনও পিয়ানোতে তুলছেন সুর। তারপর কাল ঘুরে দেখলেন রিয়ালের হোম গ্রাউন্ড।

বার্নাব্যুর মিউজিয়ামে তারা রিয়ালের অর্জিত বিভিন্ন ট্রফি, সংগ্রহশালায় রাখা স্টেডিয়ামের রেপলিকা ও অন্যান্য সরঞ্জাম ঘুরে দেখেন। তারপরেই সৌরভকে নিয়ে চলে যান গ্যালারিতে।

রিয়ালের স্টেডিয়ামটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আধুনিক ছাদ, বসার আসন এমনকি মাঠও নতুনভাবে তৈরি। কোনো অনুষ্ঠানের সময়ে মাঠ যাতে নষ্ট না হয়, মাঠের ঘাসের স্তর সরিয়ে তার নিচে প্ল্যাটফর্মের ব্যবস্থাও আছে। সব দেখে কলকাতায় এ ধরনের স্টেডিয়াম করা যায় কি না, তা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

পরে রিয়ালের স্টোর থেকে একটি বল কিনে সৌরভকে উপহার দেন মমতা। পরে বলেন, বাংলার রক্তেও মিশে রয়েছে ফুটবল। ক্রিকেট এবং অন্যান্য খেলাও রয়েছে। এখানে এসে পরিকাঠামো দেখে খুব ভালো লাগল।

এমটিআই

Wordbridge School
Link copied!