• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সিরিয়া পুনর্গঠনে সহায়তা করবে চীন


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১২:১৪ পিএম
সিরিয়া পুনর্গঠনে সহায়তা করবে চীন

ঢাকা : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সহযোগিতার কথা জানিয়েছে চীন। সিরিয়া ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং শি জিন পিং এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হ্যাংজুতে শীর্ষ কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। 

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিন পিং সিরিয়ার প্রতিনিধিদেরকে জানান, একটি অস্থিতিশীল এবং অনিশ্চিত আন্তর্জাতিক পরিবেশের মধ্যেও চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার স্বার্থে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষার্থে সিরিয়াকে সহযোগিতা করবে।

শি বলেন, সিল্ক রুট নির্মাণের পাশাপাশি বেশ কিছু অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়া চীন আঞ্চলিক ও  বৈশ্বিক শান্তি উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সিরিয়ার সাথে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। 

তিনি জানান, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং এটি সিরিয়ার পুনর্গঠনেও সহায়তা করবে।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানায়, সংকট ও দুর্ভোগের সময় সিরিয়ানদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন বাশার আল আসাদ।

এমটিআই

Wordbridge School
Link copied!