• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তাকে হত্যার দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১১:১০ এএম
কমান্ডারসহ ৩৪ রুশ কর্মকর্তাকে হত্যার দাবি ইউক্রেনের

ঢাকা: ইউক্রেনের স্পেশাল ফোর্সেস দাবি করেছে, গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের বাহিনী। ইউক্রেন দাবি করেছে, এ হামলায় রাশিয়া সবচেয়ে ঊর্ধতন একজন নৌ কর্মকর্তা নিহত হয়েছে।

এদিকে গতকাল সোমবার রাশিয়া দাবি করেছে, সেভাস্তোপোলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আরেক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। সেভাস্তোপোলে নিযুক্ত মস্কোর গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে সোমবার বলেছেন, বেলবেক সামরিক বিমানঘাঁটির কাছে রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

অন্যদিকে ইউক্রেনের স্পেশাল ফোর্সেস বলেছে, রাশিয়ার নৌ নেতৃত্বের বৈঠককে লক্ষ্য করে গত শুক্রবার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে হামলা চালানো হয়। সদরদপ্তরে হামলার পর ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারও আছেন। এ ছাড়া এতে আরও অন্তত ১০৫ জন আহত হয়েছে। 

তবে ইউক্রেনের এ দাবি নিয়ে মুখ খুলেনি রাশিয়া। 

এমএস

Wordbridge School
Link copied!