• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

বিয়ের ১৪ বছর পর জানা গেল স্ত্রী বাংলাদেশের নাগরিক, অতঃপর...


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৩:৩০ পিএম
বিয়ের ১৪ বছর পর জানা গেল স্ত্রী বাংলাদেশের নাগরিক, অতঃপর...

ঢাকা: বিয়ের ১৪ বছর পর স্বামী জানতে পারেন তার স্ত্রী ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা নন, বাংলাদেশের নাগরিক। যে কারণে থানায় গিয়ে মামলা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের তিলজলায়। 

এক ব্যবসায়ীর স্ত্রী জাল পাসপোর্টের সহায়তায় ভারতে যান এবং বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ভুয়া পরিচয় দিয়ে তাকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হয় অন্য এক অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করতে গেলে। 

স্ত্রীর অভিযোগ ছিল— তার তৃতীয় সন্তান জন্মানোর সময় স্বামীর নিষ্ঠুরতায় তার গর্ভপাত হয়ে যায়। এ অবস্থায় সত্য প্রকাশ্যে বেরিয়ে আসে বলে ব্যবসায়ীর আইনজীবী শ্যাম তপন বসুর দাবি।

তিনি বলেন, আসানসোলের একটি স্কুলের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দাখিল করেছেন ওই নারী। তিনি খোঁজ নিয়েছেন— দুটিই ভুয়া। নারীটি তার দুই সন্তানকে নিয়ে আমেরিকায় ভাইয়ের বাড়িতে পালিয়ে গেছেন বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!