ঢাকা : চলতি বছর ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম মাসের রেকর্ড করেছে সেপ্টেম্বর।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশটির আবহাওয়া দপ্তর এ ঘোষণা দেয়। চলতি মাসে দেশটির গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি গড় তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের রেকর্ডের চেয়ে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। খবর আনাদুল এজেন্সির।
তারা আরও জানায়, গত ৩ থেকে ১১ সেপ্টেম্বর ফরাসি অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সংস্থাটি গত ৭ সেপ্টেম্বর থেকে দেশের ১৪টি বিভাগকে কমলা সতর্ক সংকেতের আওতায় রেখেছিল। ২০০৪ সালে তাপ সতর্কতা বাস্তবায়নের পর থেকে গরমের মৌসুমের পরে প্রথমবারের মতো এমন সংকেত জারি করা হয়।
এমটিআই
আপনার মতামত লিখুন :