ঢাকা: মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। তিনি ভারতবিরোধী হিসেবে পরিচিত। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে (দ্বিতীয় দফা ভোট) তিনি জয়ী হন। মালদ্বীপের নির্বাচন কমিশনও মুইজ্জুর জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার ধৌরু সংবাদপত্র জানিয়েছে, ৫৮৬ ব্যালট বাক্সের ভোট গণনা করে জানা গেছে যে মোহাম্মদ মুইজ্জু ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, একজন চীনপন্থী প্রার্থী হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করা ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে তিনি পরাজিত করেছেন।
ভোট গণনার পর সোলিহ তার পরাজয় স্বীকার করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন।
রাজধানী মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু তার প্রচারণার সময় জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘সোলিহ ১৭ নভেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ক্ষমতা পাবেন মুইজ্জু।’
এর আগে গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তবে সে দিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন রানঅফে গড়ায়।
মালদ্বীপের এবারের নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ মুইজ্জু জয় লাভ করায় দেশটিতে ভারতের প্রভাব কমে যাবে। অপরদিকে চীনের প্রভাব বৃদ্ধি পাবে।
এদিকে মোহাম্মদ মুইজ্জুর সমর্থকরা আগাম উদযাপনে মেতে উঠেছেন। আহমেদ আজান নামের এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিনন্দন। লড়াই এখনও শেষ হয়নি। ইন্ডিয়া আউট।’
দেশটির সংবাদপত্র মিহারু, ধৌরু ও সাঙ্গু টিভি জানিয়েছে যে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতবিরোধী মুইজ্জু। তারা তাকে অভিনন্দনও জানিয়েছেন।
সূত্র : আল-জাজিরা, বিবিসি
এমএস