• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গাজায় জরুরি পরিষেবা বন্ধ করছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৮, ২০২৩, ০৯:৪৫ এএম
গাজায় জরুরি পরিষেবা বন্ধ করছে ইসরায়েল

ঢাকা: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের মধ্যে আছে। সে অনুযায়ী পদক্ষেপ নিবে তেল আবিব।

শুক্রবার থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গাজা। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়লে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি।

এমন অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানির মতো জরুরি সরবরাহ বন্ধ হওয়ায় আরও বিপাকে পড়েছে গাজার সাধারণ মানুষ। একইসঙ্গে গাজার সাতটি এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের হামলার জবাবে অভিযান শুরুর আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ইতোমধ্যে পাল্টা হামলা শুরু করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, শত শত মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে শুরু করেছেন।

সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ইসরায়েলের বিভিন্ন অংশে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। অন্যদিকে গাজায়, হামাসের স্থাপনা লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল নতুন করে সেনা সমাবেশের ডাক দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে হামাস। এর পরিণতি ভোগ করতে হবে।

এমএস

Wordbridge School
Link copied!