Menu
ঢাকা : শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ ছাড়া সীমান্তে অনুপ্রবেশ করে ইসরায়েলের ভূখণ্ডেও হামলা চালায় হামাস যোদ্ধারা।
এবার ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশের মধ্যে। শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
ইসরাইলী ভূখন্ডে ফিলিস্তিনী গ্রুপ হামাসের বড়ো ধরনের অতর্কিত হামলার প্রেক্ষিতে সামরিক সহায়তা নিয়ে এ আলোচনা চলছে।
ওয়াশিংটন এ বিষয়ে যথাসম্ভব রোববার ঘোষণা দেবে বলে ওই কর্মকর্তা আভাস দেন।
তবে কংগ্রেসের নিম্ন কক্ষ বর্তমানে নেতৃত্বশূন্য থাকায় বিষয়টি নিয়ে জটিলতা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’
অন্যদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানান হোয়াইট হাউসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT