• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
নারী শ্রমবাজার নিয়ে গবেষণা

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৯, ২০২৩, ০৫:৩৬ পিএম
অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

ঢাকা : ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন।

সোমবার (০৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্লডিয়া গোল্ডিনের জন্ম ১৯৪৬ সালে নিউইয়র্কে। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। এবার যথাক্রমে চিকিৎসাবিজ্ঞান পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর (১৯০১ সাল) তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে এতে যুক্ত হয় অর্থনীতি।

আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। তবে এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য আগের চেয়ে বেড়েছে। আগে এটি ছিল ৮৯ হাজার মার্কিন ডলার। এবার তা বাড়িয়ে নয় লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!