• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হামাস যোদ্ধাদের মৃতদেহ মাটিতে পড়ে আছে


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১০, ২০২৩, ০৮:৩৬ এএম
হামাস যোদ্ধাদের মৃতদেহ মাটিতে পড়ে আছে

ঢাকা: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের বাহিনীর সংঘর্ষ থামছেই না। ইতিমধ্যে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪০০ ছাড়িয়েছে। উভয়পক্ষে আহতের সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।

বিবিসির সংবাদদাতা জনাথান বিল গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। তিনি জানিয়েছেন, হামাস যোদ্ধাদের মৃতদেহ এখনও মাটিতে পড়ে আছে -লাশ পচে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছে।

তবে হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, তাদের লাশ অনেক আগেই উদ্ধার করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিবিসির সংবাদদাতা দেখেছেন যে, একজন ইসরায়েলি ট্রাক চালক তার ট্রাক থামিয়েছে যাতে সে রাস্তা থেকে একটি পাথর তুলতে পারে সেটা একজন মৃত হামাস যোদ্ধার লাশের দিকে ছুড়ে মারতে পারে।

ইসরায়েলের সীমানার দুইপাশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইসরায়েলে হামলা চালাতে আসা হামাসের সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্মূল করতে মাঠে নেমেছে ইসরায়েলের অস্ত্রে সুসজ্জিত এবং প্রশিক্ষিত সৈন্যরা।

কিন্তু ইসরায়েল স্পষ্টতই আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। গাজা সীমান্তের কাছে ট্যাঙ্ক, সেনা ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। এটি গাজায় একটি সম্ভাব্য বড় সামরিক অভিযানের প্রস্তুতির মতো মনে হচ্ছে। 

এমএস

Wordbridge School
Link copied!