ঢাকা : চারদিন পার হলেও সংঘর্ষ কমেনি ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ক্রমাগত বাড়ছে নিহতের পরিমাণ।
এখন পর্যন্ত্র হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ৯০০-তে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরায়েলি। খবর আল জাজিরা, বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চিকিৎসকদেড় তথ্যমতে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯শতে দাঁড়িয়েছে।
এদিকে, সোমবার গাজা সীমান্তের ১০ মাইলের মধ্যে অবস্থিত কিব্বুজ বিয়ারি নামক এলাকা থেকে একসঙ্গে ১০০ ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ারি হলো প্রথম এলাকা যেখানে হামাস শনিবার প্রথম হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে অপহরণ করে।
হামাসের হামলায় নিহতদের মধ্যে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনাসদস্যও রয়েছে। প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানালেও পরে ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতরা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ৭০৪ জনে পৌঁছেছে। এ হামলার ফলে আরও প্রায় ৪,০০০ ফিলিস্তিনি আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত ইসরায়েলি বিমান হামলার ফলে গাজায় ইতিমধ্যে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এমটিআই