ঢাকা : শনিবার থেকে ইসরায়েলের অব্যাহত বিমান ও কামান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা।
চলমান এই সংঘাত গড়িয়েছে ষষ্ঠ দিনে। দিনে দিনে হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে ইসরায়েল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজার বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। গত এক ঘন্টায় সিরিজ বিমান হামলায় অন্তত ৫১ জন নিহত এবং আরও ২৮১ জন আহত হয়েছে। খবর আল জাজিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে হামলাগুলি সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়াতে আঘাত হানে। এছাড়া একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসও বিমান হামলায় আক্রান্ত হয়েছে।
হামলায় আহতদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।
গেলো শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরায়েলে অতর্কিত রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় প্রতিশোধমূলক বিমান ও কামান হামলা শুরু করে ইসরায়েল। গেলো পাঁচ দিনে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় নিহত হয়েছে ২২০০ এর বেশি মানুষ।
এমটিআই