• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

এবার ভূমিকম্পে কাঁপল ইরান


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৬, ২০২৩, ১০:০৫ এএম
এবার ভূমিকম্পে কাঁপল ইরান

ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। দেশটিতে গতকাল রবিবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের রামশিরের মোশড়াগেহ শহর দেশটিতে সবশেষ আঘাত হানা এ ভূমিকম্পে কেন্দ্রস্থল ছিল। এর গভীরতা ছিল ১৩ কিলোমিটার। প্রতিবেশী আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পরেই ইরানে এ কম্পন অনুভূত হয়। 

ইরানে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। তবে গত এক সপ্তাহে আফগানিস্তানে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এক সপ্তাহ আগে আফগানিস্তানে প্রথম আঘাত হানা ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত দুইহাজার মানুষ। আহত হয়েছে অনেকে। 

এমএস

Wordbridge School
Link copied!