ঢাকা : মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ‘হতভম্ব’হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্স।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে আন্তোনিও গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।
এছাড়া বুধবার চীনের রাজধানী বেইজিং-এ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের একটি ফোরামে জাতিসংঘের প্রধান ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানান।
তিনি বলেন, আমরা যে মহাকাব্যিক মানবিক যন্ত্রণার প্রত্যক্ষ করছি, তা কমাতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক গাজার আল আহলি হাসপাতালে হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
জেনেভা থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, “হাসপাতালগুলি পবিত্র এবং এ হামলার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”
মানবাধিকার সংস্থাগুলোৎ নিয়মমতে, যুদ্ধক্ষেত্রেও যে কোন হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের সমান। যদিও শুরু থেকেই ইসরায়েল গাজার হাসপাতালে হামলার দায় অস্বীকার করছে।
এমটিআই