• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২২, ২০২৩, ১০:২৫ এএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল

ঢাকা: হিমালয়কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আজ রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়।

নেপালের বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রায়ই ভূমিকম্পের কবলে পড়তে হয় নেপালকে। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় এই দেশ সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।

নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১৫ সালে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প নেপালে আঘাত হেনে। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এমএস

Wordbridge School
Link copied!