• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শি জিনপিংয়ের আগে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৪, ২০২৩, ০৫:৪৯ পিএম
শি জিনপিংয়ের আগে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : চলতি সপ্তাহে ব্যতিক্রমী সফরে ওয়াশিংটন যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সফর উত্তেজনা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের পথ প্রশস্ত করেছে।

আগামী মাসে ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

সোমবার (২৩ অক্টোবর) একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে দেখা করবেন। তিন দিনের এই সফরে বাণিজ্য, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, তাইওয়ান এবং ফিলিপাইনের কাছে সমুদ্রে চীনের দৃঢ় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। খবর সিনএনের।

গত জুন মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেন। তাই ওয়াং ই’র ওয়াশিংটন যাত্রা একটি ‘পারস্পরিক সফর’ হিসাবে বর্ণনা করা হচ্ছে। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এই সফর করতে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এবং চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ রোধ করতে চাইছে।

এমটিআই

Wordbridge School
Link copied!