• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩০, ২০২৩, ০৩:৩২ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

ঢাকা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত জাতিসংঘের ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (UNRWA) এর ৫৯ জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘ। খবর আনাদলু এজেন্সি।

এদিকে গাজায় হামলায় প্রাণ হারানো ইউএনআরডব্লিউএ কর্মীদের সম্মান জানাতে একটি স্মারক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, গাজায় হামলা শুরুর পর থেকে জাতিসংঘের ৫৯জন কর্মী প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সহকর্মীদের নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ এবং ইউএনআরডব্লিউএর জন্য প্রতিটি দিন একটি অন্ধকার দিন হয়ে উঠছে।

ইতিমধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০০৫ জনে, যার মধ্যে ৩,৩৪২ জনই শিশু। আর নিহতের মধ্যে ২,০৬২ জন মহিলা এবং ৪৬০ জন বয়স্ক বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দা বাসিন্দাও খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকটে ভুগছে।

এমটিআই

Wordbridge School
Link copied!