• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বুকে গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩০, ২০২৩, ০৩:৩৫ পিএম
বুকে গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

ঢাকা : পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই।

জানা গেছে, আত্মহত্যা করেছেন আসিম জামিল। নিজ বাসায় বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর জিও টিভি।

রোববার (২৯ নভেম্বর) পাঞ্জাবের খানেওয়াল জেলায় তিনি আত্মহত্যা করেন। ছেলে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাওলানা তারিক জামিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, আমার ছেলে তালম্বাতে (পাঞ্জাবের খানেওয়াল) ইন্তেকাল করেছেন। এ শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

এদিকে পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহাইল চৌধুরী জানান, তারা একটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছেন। যেখানে দেখা যাচ্ছে আসিম জামিল আত্মহত্যা করেছেন।

তারিক জামিলের বড় ছেলে ইউসুফ জামিল তার ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়ে জানিয়েছেন যে তার ভাই আসিম জামিল প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছিলেন। সোমবার এক ভিডিও বার্তায় ইউসুফ বলেন, অসীম শৈশব থেকেই মারাত্মক বিষণ্ণতায় ভুগছিলেন এবং গত ছয় মাসে তার অসুস্থতা আরও বেড়েছিল। তিনি আরও জানান, তার ভাইয়ের কারো সাথে শত্রুতা ছিল না বা কেউ তাকে আক্রমণ করেনি।

মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) ক্যাপ্টেন (অব.) সোহেল চৌধুরী জানান, আসিম একজন মানসিক রোগী ছিলেন এবং বহু বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি তার গৃহকর্মী ইমরানকে একটি পিস্তল আনতে বলেছিলেন। গৃহকর্মী পিস্তল আনলে তিনি সেটি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ অফিসার আরও বলেন, আসিম যখন বন্দুকের মুখটা তার বুকের দিকে ঘুরিয়ে দেয়, তখন গৃহকর্মী তাকে বার বার না করছিল।

এমটিআই

Wordbridge School
Link copied!