• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ইউনিসেফ

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০২৩, ১১:৫৩ এএম
ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত

ঢাকা : গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র ও ভয়াবহ বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় গাজায় প্রতিনিয়ত হতাহত হচ্ছে শত শত মানুষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮৩০৬ জন যাদের মধ্যে অর্ধেকই শিশু।

দিন দিন ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধির কারণে বেড়েছে হতাহতের সংখ্যা। ফলে ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা আল জাজিরা ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়ে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে।

এ ছাড়া চলমান এ সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে, তাদের ভাগ্য এখনও অজানা।

চলমান এ সংঘাতের কারণে ফিলিস্তিনিরা এবং ইসরায়েলি শিশুরা যে ভয়ানক ট্রমার মধ্যে রয়েছে তার পরিণতি সারাজীবন স্থায়ী হতে পারে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক।

পরে তিনি নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি গাজায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি এবং অবিলম্বে বন্দি সব শিশুর নিরাপদ মুক্তির বিষয়টি উল্লেখ থাকার কথা জানান ক্যাথরিন রাসেল।

এমটিআই

Wordbridge School
Link copied!