• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর প্রত্যাখ্যান


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০২৩, ০৩:১৬ পিএম
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর প্রত্যাখ্যান

ঢাকা : সাত অক্টোবর থেকে শুরু হয়ে গত ২৩দিন ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ।

যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ গাজাতে অব্যাহত বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে করে প্রতিনিয়ত হতাহত হচ্ছে হাজার হাজার মানুষ। আর তাই অবিলম্বে যুদ্ধবিরতির দাবি বিভিন্ন সংস্থা ও দেশের।

কিন্তু হামাসের সঙ্গে ইসরায়েল কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করা মানে তাদের কাছে আত্মসমর্পণ করা।

সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু।

সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপর ১৯৪২ সালে চালানো জাপানি নৌবাহিনীর অতর্কিত হামলা এবং ২০০১ সালে টুইন টাওয়ারের হামলার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, এমন ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্র যেমন কোনো যুদ্ধবিরতি করত না, তেমনই হামাসের হামলার পর ইসরায়েলও কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির আহ্বান মানে হল হামাসের কাছে আত্মসমর্পণ করার আহ্বান, সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ হবে না।’

এছাড়া নেতানিয়াহু আরও বলেন, ‘বাইবেলে শান্তির সময়, আবার যুদ্ধের সময়ের কথাও বলা হয়েছে। এখন সময় হলো যুদ্ধের।‘

সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে পদত্যাগ করার কোনো চিন্তা-ভাবনা আছে কিনা জিজ্ঞেস করা হলে বলেন তিনি হামাসকে পদত্যাগ করাবেন।

এমটিআই

Wordbridge School
Link copied!