• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

২৬ দিনে গাজায় নিহত ৮৭৯৬ ফিলিস্তিনি, শিশুই ৩৬৪৮


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২, ২০২৩, ১০:৩১ এএম
২৬ দিনে গাজায় নিহত ৮৭৯৬ ফিলিস্তিনি, শিশুই ৩৬৪৮

ঢাকা : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে আট হাজার ৭৯৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (০১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিহতের এই সংখ্যা মঙ্গলবারের চেয়ে ২৭১ জন বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিন হাজার ৬৪৮ জন শিশু। এছাড়াও দুই হাজার ২৯০ জন নারী রয়েছে। গত ০৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মানে হামাস-ইসরায়েলের ২৬ দিনের লড়াইয়ে মারা গেছে তারা।

এদিকে গাজায় স্থল, নৌ ও আকাশপথে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে মঙ্গলবার তাদের ১৫ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে মনে করছে।

এমটিআই

Wordbridge School
Link copied!