Menu
ঢাকা : বড় পদক্ষেপ নিলো জর্ডান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলেছে দেশটি।
বুধবার (০১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। জর্ডান তখনই রাষ্ট্রদূত পাঠাবে যখন তেল আবিব গাজায় সহিংসতা বন্ধ করবে। এছাড়াও দুই সপ্তাহ আগে নিরাপত্তা ঝুঁকির কারণে জর্ডান ত্যাগ করা ইসরায়েলি রাষ্ট্রদূতকে আম্মানে ফিরতে দেওয়া হবে না বলে জানান তিনি।
আয়মান সাফাদি বলেন, ইসরায়েলের এই আগ্রাসন নিরপরাধ মানুষকে হত্যা করছে। অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটাচ্ছে এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এটি মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT