• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ওয়াশিংটনে ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০২৩, ১০:৫৮ এএম
ওয়াশিংটনে ইসরায়েলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা

ঢাকা : ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা বন্দরে বিক্ষোভ চলছে। একটি মার্কিন যুদ্ধজাহাজ আটকে দিতে তাঁদের এই বিক্ষোভ। তাঁদের ধারনা, যুদ্ধাস্ত্র বোঝাই করে এই যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল যাচ্ছে।

বিক্ষোভকারীদের আশঙ্কা, এই যুদ্ধজাহাজে বোঝাই করে নেওয়া অস্ত্র ইসরায়েল চলমান সংঘাতে গাজার নিরীহ মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। ৩১ দিন ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৬ হাজার নারী–শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  

টাকোমায় বিক্ষোভে অংশ নেওয়া ওয়াসিম হেজ বলেন, ‘আমরা এখন যুদ্ধবিরতি চাই। আমরা এখন মানুষ হত্যা বন্ধ করাতে চাই। আমরা এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আসল পরীক্ষা দেখতে চাই। আমরা দেখতে চাই, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের তহবিল দেওয়া বন্ধ হয়েছে।’

আল–জাজিরা বিক্ষোভকারীদের অভিযোগ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। তবে পেন্টাগনের মুখপাত্র জেফ জারগেনসন কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলকে এক ই–মেইল বার্তায় বলেন, আসলে জাহাজটি ‘মার্কিন সামরিক পণ্য পরিবহনে’ ব্যবহৃত হয়ে থাকে।

এমটিআই

Wordbridge School
Link copied!