• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইসরাইলের আগ্রাসন বন্ধে কাতার-সৌদি নেতাদের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১১, ২০২৩, ১২:২৭ পিএম
ইসরাইলের আগ্রাসন বন্ধে কাতার-সৌদি নেতাদের বৈঠক

ঢাকা : শুক্রবার (১০ নভেম্বর) রিয়াদে গাজার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে কাতারের এমিরি দিওয়ান অফিস জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা, সাহায্যের জন্য ভাতা প্রদান এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য অন্যান্য উপায়ে সহায়তা করার জন্য উভয় দেশের মন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে নেতারা সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরাইলের ১ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হন। এ ছাড়া হামাস জিম্মি করেছে অন্তত ২৪০ জনকে। এ হামলার পর পরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু।

এমটিআই

Wordbridge School
Link copied!