• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২২ শিশুকে যৌন নিপীড়ন, চীনে স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১২, ২০২৩, ০৩:৪৫ পিএম
২২ শিশুকে যৌন নিপীড়ন, চীনে স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা : শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনের একজন স্কুলের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ওই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে নানা সময়ে ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনা কর্তৃপক্ষ দেশটির একজন স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ওই ব্যক্তি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। পরে আদালতে বিচারের সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের পিংলিয়াংয়ে আদালতের আদেশের পর গত মঙ্গলবার ইনজেকশনের মাধ্যমে অভিযুক্ত ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!