• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুই সন্তানের হাতে কারাবন্দি মায়ের নোবেল পুরস্কার


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৩, ১০:৩৪ পিএম
দুই সন্তানের হাতে কারাবন্দি মায়ের নোবেল পুরস্কার

ঢাকা : ইরানে কারাবন্দি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব নার্গিস মোহাম্মদির (৫১) পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেছে তার দুই সন্তান। 

রোববার (১০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করায় চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

নার্গিস ১০ বছরের সাজাপ্রাপ্ত। বর্তমানে তেহরানের একটি কারাগারে রয়েছেন। কারাগার থেকেই একটি ভাষণ পাঠিয়েছেন তিনি, যা তার সন্তান পাঠ করে শোনায়। ভাষণে নোবেল বিজয়ী ইরানের অত্যাচারী সরকারের নিন্দা জানান। বলেন, ইরানের বাসিন্দারা দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে জয় করবে। 

নার্গিস ২০১০ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে কারাগারে রয়েছেন। তিনি মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে তিনি কারাভোগ করছেন প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে।

নার্গিসের স্বামী তাঘি রাহমানি একজন রাজনৈতিক কর্মী। তিনি নির্বাসিত হয়ে দুই সন্তান নিয়ে প্যারিসে রয়েছেন। নার্গিসের সঙ্গে তাদের কয়েক বছর ধরে দেখা নেই।

এমটিআই

Wordbridge School
Link copied!