• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাইডেনের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৩, ০৬:০০ পিএম
বাইডেনের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন পুতিন

ঢাকা: ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয় তাহলে ন্যাটোর ওপরও হামলা করতে পারে। বাইডেনের এই মন্তব্যকে ননসেন্স বলে উড়িয়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর থেকে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হতে পারে।

এই মাসের শুরুতে বাইডেন রিপাবলিকানদের কাছে সামরিক সহায়তা আটকে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, পুতিন যদি ইউক্রেনে জয়লাভ করেন তাহলে তিনি থেমে থাকবেন না, বরং একটি ন্যাটো দেশে হামলা করতে পারেন।

তবে রোববার প্রকাশিত একটি সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ন্যাটো ইস্যুতে বাইডেন যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ননসেন্স। বাইডেন রাশিয়া নিয়ে ভুল নীতির জাস্টিফাই করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন বাইডেন।

পুতিন বলেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো কারণই নেই। সেটি হোক ভূ-রাজনীতি, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক। কোনো কারণেই ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নেই রাশিয়ার।

সম্প্রতি আরও অন্য এক ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নয়। ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।

এআর

Wordbridge School
Link copied!