ঢাকা: ফিলিপাইনের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন উপকূলে এ ভূমিকম্প হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পজনিত কোনো ক্ষয়–ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো হতাহতের খবরও মেলেনি। ভূমিকম্পজনিত সুনামি সতর্কতাও জারি করেনি ফিলিপাইনের আবহাওয়া সংস্থা।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে ৭০ কিলোমিটার গভীরে।
গত মাসেরও তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যাথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।
এ ছাড়া গত বছরের ১৭ নভেম্বর ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত ৮জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩জন। ক্ষতিগ্রস্থ হয়েছে অর্ধ শতাধিক ঘরবাড়ি।
ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা। দেশটি প্যাসিফিক রিং অফ ফায়ার বরাবর অবস্থিত। ফলে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঘটনা ঘটে।
এআর