• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
গাজায় গণহত্যার অভিযোগ

আন্তর্জাতিক আদালতের মুখোমুখি ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১১, ২০২৪, ০১:০৯ পিএম
আন্তর্জাতিক আদালতের মুখোমুখি ইসরায়েল

ঢাকা : গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই অভিযোগের বিরুদ্ধে লড়তে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার দু’দিনব্যাপী শুনানির প্রথম দিন আজ। নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে শুনানি কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আলাদা প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুনানিতে উপস্থিত থাকার কথা জানিয়েছে তেল আবিব। প্রথমদিন আদালতে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবে দক্ষিণ আফ্রিকা। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাল্টা যুক্তি দিয়ে নিজের অবস্থান জানাবে ইসরায়েল।

বুধবার (১০ জানুয়ারি) সরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার তোলা অযৌক্তিক ও মিথ্যা মানহানির দাবিকে দূর করতে আন্তর্জাতিক বিচার আদালতে হাজির হবে ইসরায়েল। কারণ, প্রিটোরিয়া হামাসের ধর্ষক প্রশাসনকে রাজনৈতিক এবং আইনি সহায়তা দিচ্ছে।’

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ২৩ হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ করা হয়েছে, যেখানে ১০ হাজারের বেশি শিশু। এই মামলার আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকা দাবি করেছে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!