Menu
ঢাকা: ৪ বছর পর নির্বাচনী জনসভা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশটির জাতীয় নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় বাকি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ তার দলের নির্বাচনি সমাবেশে উপস্থিত হন।
চার বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন নওয়াজ। এরপর গত বছরেই দেশে ফেরেন তিনবারের প্রধানমন্ত্রী। চলতি বছরের ৮ জানুয়ারি পাকিস্তানের আদালত জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, আপিল আদালতে তা খারিজ হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ওকারায় মরিয়মের নেতৃত্বে বহুল প্রতীক্ষিত নির্বাচনি প্রচার শুরু করে পিএমএল-এন। গতকাল বৃহস্পতিবার হাফিজাবাদে জনসভায় তার প্রথম ভাষণ দেন।হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান নওয়াজ শরিফ। তিনি বলেন, তার মিশন হচ্ছে পাকিস্তানকে ‘আবার নিজের পায়ে দাঁড়া করানো’।
নওয়াজ শরীফ বলেন, ২০১৮ সালে যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তখন পাকিস্তানের জনগণ তাদের প্রতিনিধি হারিয়েছিল। তিনি বলেন, আমাকে অপসারণ না করলে হাফিজাবাদের একজন মানুষও বেকার থাকতেন না।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT