• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাসপাতালে ব্রিটিশ রাজা চার্লস


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৪, ১১:৩৬ পিএম
হাসপাতালে ব্রিটিশ রাজা চার্লস

ঢাকা : প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে। রাজার বাসভবন বাকিংহাম প্যালেস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে শুভকামনা পাঠিয়েছেন।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ জানিয়েছিল, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য একটি চিকিৎসা করাবেন।

চার্লসকে শুক্রবার সকালে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। তবে তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে সম্পর্কে প্রাসাদ কিছু জানায়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না।

তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস।

এমটিআই

Wordbridge School
Link copied!