Menu
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বাহিনী। ফাইল ছবি
ঢাকা : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিনঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার প্রতিশোধ নিতে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইরাক ও সিরিয়ায় সাতটি ইরানি স্থাপনার ৮৫ লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরই প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এ নিষেধাজ্ঞা অনুমোদন দিলেন।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞাগুলো আইআরজিসির সাইবার-ইলেক্ট্রনিক কমান্ডের ৬ কর্মকর্তা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির জন্য উপকরণ সরবরাহকারী ইরান ও হংকংভিত্তিক সরবরাহকারীদের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রসিকিউটররাও ঘোষণা করেছেন, তারা আইআরজিসির অভিজাত বাহিনী কুদস ফোর্সকে অর্থায়নের জন্য ব্যবহৃত তেলপাচারের স্কিম থেকে ১০৮ মিলিয়ন ডলার জব্দ করেছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT