ঢাকা : এখন থেকে ভিসা ছাড়াই ভারতীয়দের ঢুকতে দেবে ইরান। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির ইরান দূতাবাস এই ঘোষণা দেয়। তবে সেখানেও রয়েছে একটি শর্ত। ৬ মাস অন্তর সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে থাকতে পারবেন ভারতীয় পর্যটকরা। এই সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না।
ইরান দূতাবাস জানায়, ইরান সরকারের অনুমতিক্রমে এবার থেকে ভারতীয় নাগরিকদের সেদেশে প্রবেশ করতে গেলে ভিসা আর আবশ্যক নয়। রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ভিসা জটিলতা কেটে গেছে ইরানে যেতে ইচ্ছুক ভারতীয়দের।
ভিসা নিয়ে ইরান দূতাবাসের বক্তব্য
১. সাধারণ পাসপোর্ট নিয়ে কোনও ব্যক্তি সেদেশে ভিসা ছাড়া প্রবেশ করলে প্রতি ৬ মাস অন্তর ১৫ দিন থাকতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই সময়সীমা কোনোভাবেই প্রসারণযোগ্য নয়।
২. কেবল পর্যটনের জন্য ইরানে গেলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে।
৩. যদি কোনও ভারতীয় নাগরিক এর চেয়ে বেশিদিনের জন্য ইরানে থাকতে চান অথবা ৬ মাসের সময়সীমার মধ্যে একাধিকবার সেদেশে যেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাদের অন্য ধরনের ভিসা প্রয়োজন।
পর্যটন ব্যবসার জনপ্রিয়তা বাড়াতে গত বছরের শেষদিকে এমনই ঘোষণা করেছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। এবার সেই পথে হাঁটল মধ্যপ্রাচ্যের দেশ ইরানও।
এমটিআই
আপনার মতামত লিখুন :